ইয়াবতমল: নিজের জন্মদিনে চরম বিড়ম্বনায় পড়লেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজু টডস্যাম। তাঁর জন্মদিন উপলক্ষে ইয়াবতমল জেলার পান্ধারকাওড়া অঞ্চলে একটি কবাডি প্রতিযোগিতা আয়োজন করেছিলেন অনুগামীরা। মঙ্গলবার রাতে সেখানেই বিধায়কের স্ত্রী ও ‘লিভ-ইন পার্টনার’ প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। বচসা থামাতে গিয়ে রাজুও মার খেলেন। শেষপর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে ধস্তাধস্তি থামায়।
ধস্তাধস্তিতে বিধায়কের বান্ধবী সামান্য জখম হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি। তবে এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। রাজু বা অন্য বিজেপি নেতাদের প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ সূত্রে খবর, রাজুর স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁদের দুই সন্তান বর্তমান। তবে এখন আর স্ত্রীর সঙ্গে থাকেন না রাজু। দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে তিনি থাকেন। যদিও তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। গতকাল কবাডি প্রতিযোগিতার উদ্বোধন করার পর জন্মদিনের কেক কাটেন রাজু। এরপরেই তাঁর স্ত্রী ও বান্ধবীর হাতাহাতি শুরু হয়ে যায়।
মহারাষ্ট্রে বিজেপি বিধায়কের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে ‘লিভ-ইন পার্টনারের’ হাতাহাতি
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2019 08:20 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -