নয়াদিল্লি: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্ত চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয় চিঠিটি লিখলেন সুব্রহ্মণ্যম স্বামী। তাতে তিনি আবেদন করেছেন, প্রধানমন্ত্রী যেন সুশান্তের রহস্যময় মৃত্যু কোন পরিস্থিতিতে হয়েছে, তা তদন্ত করে দেখতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)কে নির্দেশ দেন। তিনি ট্যুইট করেছেন, আমার সর্বশেষ চিঠিতে আমি প্রধানমন্ত্রীকে কোন পরিস্থিতিতে সুশান্ত সিংহ রাজপুতের রহস্যজনক মৃত্যু হল, তা তদন্ত করতে নির্দেশ দিতে বলেছি ইডি ও এনআইএ-কে। এর পাশাপাশি সিবিআই ও এই দুটি জাতীয় এজেন্সিকে নিয়ে সিট বা বিশেষ তদন্ত দলও গঠন করা যেতে পারে। পরে ফের ট্যুইট করে ইডি তদন্তের নির্দেশ দেওয়ার খবর নিশ্চিত করেন তিনি। আজ সকালেও স্বামী নিজের সোস্য়াল মিডিয়া অ্যাকাউন্টে কেন সুশান্তকে খুন করা হয়েছে বলে তিনি মনে করেন, তার সমর্থনে একগুচ্ছ প্রমাণের তালিকা দেন।



তিনি বলেছেন, সুশান্ত অবসাদে ও সোস্য়াল মিডিয়ায় গুরুত্ব না পাওয়ার জন্য আত্মহত্যা করে থাকলে, লোকেশন, ঘাড়ে পাওয়া দাগের সঙ্গে ফাঁসিতে ব্যবহৃত কাপড়ের দাগের মিল না থাকা, দেহে একাধিক চিহ্ন থাকা, সিসিটিভি ছবি না থাকা, ঘরের ডুপ্লিকেট চাবি উধাও হওয়া, তাঁর ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যা, সিম কার্ড বদলানো, কোনও আর্থিক সঙ্কট না থাকা, পরিচারকের বক্তব্য বদল-ইত্যাদি কারণ দেখিয়েও দাবি করা যায়, তাঁকে খুন করা হয়েছে।

এর আগেও ডঃ স্বামী প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সিবিআই তদন্ত চেয়েছিলেন। গত মঙ্গলবার সুশান্তের বাবা ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পটনায় এফআইআর দায়ের করার পর তিনি লেখেন, বিহার পুলিশ সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সত্য়িই ঠিকমতো করতে চাইলে সিবিআই তদন্তের কোনও বিকল্প নেই কেননা দুটো রাজ্যের পুলিশ একই অপরাধের আলাদা তদন্ত করতে পারে না।