দেখুন: মহিলা সাব-ইন্সপেক্টরকে হুমকি উত্তরাখণ্ডের বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2018 02:12 PM (IST)
নয়াদিল্লি: উত্তরাখণ্ডের রুদ্রপুরের বিজেপি বিধায়কের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এল। ভিডিওতে তাঁকে এক মহিলা সাব ইন্সপেক্টরের সঙ্গে উঁচু গলায় কথা বলতে দেখা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই ভিডিওটি তাদের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। ট্রাফিন আইন লঙ্ঘনের অভিযোগে দুজনকে গ্রেফতার করায় বিজেপি বিধায়ক রাজকুমার ঠাকরালের রোষের মুখে সিটি পেট্রল ইউনিটের সাব ইন্সপেক্টরকে। গত শুক্রবারের এই ঘটনা ঘটে। ভিডিওতে বিধায়ককে মহিলা পুলিশ কর্মীর দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে। এর আগেও গত মে মাসে ঠাকরালের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। ইউএস নগর জেলায় কিছার কাছে একটি টোল প্লাজার কয়েকজন কর্মীকেও গালি দিতে দেখা গিয়েছিল তাঁকে।