নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে খরচ করা হয়েছে ১২২ কোটি টাকা। উত্তর-পূর্ব ভারতের তিন রাজ্যে খরচ হয়েছে ১৪ কোটি টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে এমনই জানিয়েছে বিজেপি। খরচের হিসেবের মধ্যে তারকা প্রচারকদের নিয়ে যাওয়া, সংবাদমাধ্যম, প্রচার, হেলিকপ্টার, যাতায়াতের খরচ এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য খরচ ধরা হয়েছে।


সম্প্রতি নির্বাচন কমিশনে চার রাজ্যে বিধানসভা নির্বাচনে খরচের হিসেব পেশ করেছে বিজেপি। জানানো হয়েছে, গত বছরের মে মাসে কর্ণাটকে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের প্রচারে ১২২.৬৮ কোটি টাকা খরচ করা হয়েছে। মেঘালয়ে বিধানসভা নির্বাচনের প্রচারে খরচ হয় ৩.৮ কোটি টাকা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রচারে খরচ হয় ৬.৯৬ কোটি টাকা এবং নাগাল্যান্ডে খরচ করা হয় ৩.৩৬ কোটি টাকা।