নয়াদিল্লি: ‘সেবা সপ্তাহ’-র মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করতে চলেছে বিজেপি। ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন। তার আগে শনিবার থেকে শুরু হচ্ছে এই ‘সেবা সপ্তাহ’। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ। তিনি জানিয়েছেন, এই ‘সেবা সপ্তাহে’ বিজেপি নেতা-কর্মীরা গরিবদের জন্য কাজ করা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে যোগ দেবেন।

বিজেপি সূত্রে খবর, শনিবার দিল্লির এইমসে ‘সেবা সপ্তাহ’-র সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাঁরা রোগীদের ফল বিতরণ করবেন। প্রদর্শনীর মাধ্যমে মোদি সরকারের কাজ তুলে ধরা হবে। এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন তথ্য থাকবে। দেশজুড়ে স্বচ্ছতা, একবার ব্যবহৃত প্লাস্টিক নিষিদ্ধ করা এবং জল সংরক্ষণের বিষয়ে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। বিভিন্ন জায়গায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে দেখা করা এবং শারীরিকভাবে অক্ষম পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার কর্মসূচি রয়েছে।