নয়াদিল্লি: ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, বিজেপি সুখানুভূতি ছড়িয়ে দেওয়া এবং মানুষকে ঐক্যবদ্ধ করার নীতিতে বিশ্বাসী। অন্যদিকে, একটি পরিবারের স্বার্থে সমাজ বিভাজন করতে চায় কংগ্রেস।
বিজেপি-বিরোধী দলগুলির প্রস্তাবিত জোটকে কটাক্ষ করে মোদী বলেছেন, ‘মহাগঠবন্ধন নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। যারা জামিনে মুক্ত আছে, তারা নিজেদের বাঁচানোর জন্য এক হতে বাধ্য হয়েছে। তারা মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হচ্ছে না। তাদের একমাত্র লক্ষ্য মোদীকে সরানো।’
পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সে বিষয়ে মোদী বলেছেন, ‘স্যার ছোটুরামের মূর্তি উন্মোচন, স্বচ্ছ ভারত মিশন সহ সবকিছুকেই যখন নির্বাচনের সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়, তখন সেই অনুষ্ঠানের গুরুত্ব কমে যায়। বিজেপি সমাজসেবার কাজ করছে এবং সেটা চালিয়ে যাবে। আমরা সবার জীবনে আনন্দ আনার লক্ষ্যে সুখানুভূতি ছড়িয়ে দিই। অন্যরা একটি পরিবারের সুবিধার জন্য সমাজে বিভাজন আনে। আমরা মানুষকে ঐক্যবদ্ধ করায় বিশ্বাসী আর ওরা মানুষকে ভাগ করতে চায়। একত্রিত করার শক্তি বিভাজনের চেয়ে শক্তিশালী।’
মোদী আরও বলেছেন, ‘বিজেপি ক্যাডারভিত্তিক দল। কর্মীদের মতামত সরকার ও দলের কাছে গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমরা গরিব, শোষিত ও বঞ্চিত মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে পেরেছি।’
বিজেপি-র লক্ষ্য মানুষকে ঐক্যবদ্ধ করা, কংগ্রেস একটি পরিবারের স্বার্থে সমাজে বিভাজন চায়, দাবি মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Oct 2018 09:15 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -