নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনে বড় জয় পাবে বিজেপি। কেরলে গিয়ে এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক জনসভায় তিনি বলেছেন, ‘আমরা সবাই জানি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ অনেক উন্নতি করেছে। এবারের লোকসভা নির্বাচনেও বিজেপি বড় জয় পাবে। কেরল থেকেও বিজেপি প্রার্থীরা জয় পাবেন।’

কেরলের বাম সরকারকে আক্রমণ করে আদিত্যনাথ বলেছেন, ‘উত্তরপ্রদেশে কুম্ভমেলায় লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছেন। পুণ্যার্থীদের জন্য সবকিছু করার চেষ্টা করছে আমাদের সরকার। কিন্তু কেরল সরকার ধর্মবিশ্বাসীদের পাশে নেই। ধর্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা করছে কেরল সরকার। এখানে বিজেপি কর্মীদেরও অনেক বাধার মুখে পড়তে হচ্ছে।’