রাঁচি: প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-আয়ুষ্মান ভারতের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ এটাকে মোদীকেয়ার, আবার কেউ গরিবদের জন্য প্রকল্প বলছেন। এই প্রকল্পটি অবশ্যই গরিবদের জন্য। দেশের ৫০ কোটিরও বেশি ভাই-বোনকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুযোগ দেওয়া এই প্রকল্প বিশ্বের বৃহত্তম সরকারি প্রকল্প। এই প্রকল্পে যত মানুষ উপকৃত হবেন, তা কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার সমান।’ এই অনুষ্ঠানেই কয়েকজনের হাতে ই-কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।


বিরোধীদের খোঁচা দিয়ে মোদী বলেছেন, ‘এর আগের সরকারগুলি গরিবদের জন্য কাজ করার বদলে ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। বিজেপি সরকার গরিবদের জন্য কাজ করছে। জাত-ধর্ম-বাসস্থান নির্বিশেষে সব যোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন।’

আয়ুষ্মান ভারত প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা করা হয়েছে। এই প্রকল্পে প্রতিটি পরিবারের জন্য বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হচ্ছে। ১০ কোটিরও বেশি পরিবার এই প্রকল্পের আওতায় থাকছে। এই প্রকল্পে ১,৩৫৪টি প্যাকেজ যুক্ত করেছে স্বাস্থ্যমন্ত্রক। ৮,৭৩৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মিলবে। ৬০ শতাংশ টাকা বরাদ্দ করবে কেন্দ্র। বাকি টাকা দেবে রাজ্যগুলি। ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ইতিমধ্যেই এই প্রকল্পে সম্মতি জানিয়েছে। তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই প্রকল্প চালু হয়ে যাবে। তবে তেলঙ্গানা, ওড়িশা, দিল্লি, কেরল ও পঞ্জাব এখনও পর্যন্ত চুক্তিতে সই করেনি।