অন্য চিকিৎসকদের কাজে হস্তক্ষেপের অভিযোগ, উত্তর প্রদেশের বাহরাইচ থেকে গ্রেফতার বিতর্কিত চিকিৎসক কাফিল খান
ABP Ananda, Web Desk | 23 Sep 2018 03:42 PM (IST)
বাহরাইচ: গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজের বরখাস্ত চিকিৎসক কাফিল খানকে গতকাল ফের গ্রেফতার করেছে পুলিশ। বারহাইচ জেলা হাসপাতালে অব্যবস্থা সৃষ্টির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে অভিযোগ করা হয়, এক ব্যক্তি হাসপাতালের বোর্ডে ঢুকে রোগীদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ঝামেলা পাকানোর চেষ্টা করছেন, চিকিৎসকদের কাজে হস্তক্ষেপ করছেন। এরপর ওই হাসপাতালে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে তারা। ধৃত জানান, তাঁর নাম কাফিল খান, তাঁকে গোরক্ষপুর মেডিক্যাল কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, কাফিল খান হাসপাতালেই সাংবাদিক বৈঠক করতে চাইছিলেন, তাঁকে বারণ করেছিল পুলিশ ও প্রশাসন। কিন্তু তা মানতে নারাজ হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে গত বছর অক্সিজেনের অভাবে বহু শিশু মৃত্যুর জেরে গ্রেফতার করা হয় কাফিল খানকে। তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে যান তিনি।