রাজস্থানে ভোটের আগে ধাক্কা খেল বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন দৌসার সাংসদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Nov 2018 03:43 PM (IST)
জয়পুর: রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। দৌসার বিজেপি সাংসদ হরিশ চন্দ্র মিনা আজ বুধবার কংগ্রেসে যোগ দিলেন। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলোট, প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট এবং রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ পান্ডের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিলেন পুলিশের প্রাক্তন ডিজি মিনা। গেহলোট যখন রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন মিনা। তাঁকে দলে স্বাগত জানিয়ে সাংবাদিক বৈঠকে গেহলোট বলেছেন, এমন একটা সময়ে হরিশ মিনা কংগ্রেসে যোগ দেওয়ায় তিনি খুশি। পাইলট ও গেহলোট জানিয়েছেন যে, দলের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে তাঁরাও রাজ্যের আগামী ৭ ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। গেহলোট ও পাইলট, উভয়েই দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা খারিজ করে দিয়েছেন। গেহলোট বলেছেন, আমরা ঐক্যবদ্ধ। কংগ্রেসে দ্বন্দ্বের খবর ছড়ানো বিজেপির ষড়যন্ত্র। পাইলট মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে একহাত নিয়েছেন। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাঁর দাবি, বিজেপিতে অনেক শীর্ষ নেতাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে এবং অনেককে টিকিট দেওয়া হয়নি। এর থেকেই স্পষ্ট যে, বিজেপি শিবির চাপে পড়েছে এবং তাদের দলে সব কিছু ঠিকঠাক নেই। গেহলোট বলেছেন, কোনওরকম শর্ত ছাড়াই কংগ্রেসে যোগ দিয়েছেন মিনা। ২০১৪-তে কংগ্রেস প্রার্থী তথা দাদা নমোনারাইন মিনাকে হারিয়ে সাংসদ হয়েছিলেন মিনা। ওই ভোটে দৌসা আসনে নমোনারাইন তৃতীয় হয়েছিলেন।ওই আসনে দ্বিতীয় স্থানে ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কিরোরি লাল মিনা। পরে কিরোরি লাল বিজেপিতে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হন। কিরোরি লাল দাবি করেছেন, হরিশ মিনার কংগ্রেসে যোগ দেওয়ায় দৌসা ও পার্শ্ববর্তী এলাকার আদিবাসী ভোটে কোনও প্রভাব পড়বে না। হরিশ মিনাকে সুবিধাবাদী বলেও আক্রমণ করেছেন কিরোরি লাল।