মুম্বই: রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের বিধানসবা নির্বাচনের ফল থেকে ইঙ্গিত মিলেছে, ২০১৯-এ লোকসভা নির্বাচনে এনডিএ সরকারের পতন হচ্ছে। এমনই দাবি করলেন এনসিপি-র প্রধান মুখপাত্র নবাব মালিক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ‘বিজেপি ৫-০ হারের মুখে। বিজেপি নেতাদের ঔদ্ধত্যের বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ। এটি নরেন্দ্র মোদী সরকারের জন-বিরোধী ও কৃষক-বিরোধী নীতিরও পরাজয়।’
রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে কংগ্রেসের সরকার গঠন নিশ্চিত হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে এখানেও কংগ্রেস জয় পেতে পারে। এই পরিস্থিতিতে বিজেপি-কে আক্রমণ করে মালিক বলেছেন, ‘বিজেপি যেভাবে নিজেদের রাজ্যেই হারের স্বাদ পেয়েছে, তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ২০১৯-এ বিজেপি-র বিদায় হচ্ছে। নির্বাচনের ফলে বেকারত্ব, জিএসটি ও নোট বাতিলের প্রভাব পড়েছে। আরএসএস বুঝতে পেরেছিল বিজেপি হেরে যাবে। তাই ওরা রাম মন্দির ইস্যু তুলেছিল। কিন্তু মানুষ নির্বাচনে বিজেপি-র রাম নাম সত্য করে দিয়েছেন।’
এই ফল ২০১৯-এ বিজেপি-র বিদায়ের ইঙ্গিত দিচ্ছে, দাবি এনসিপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2018 03:44 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -