নয়াদিল্লি: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠছে। তবে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম মনে করেন, চিনা পণ্য বয়কট করলে চিনের অর্থনীতির কোনও ক্ষতি নাও হতে পারে। এই বয়কটের মনোভাব থেকে সরে আসার পক্ষে সওয়াল করেছেন তিনি।
শনিবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারত ও চিনের মধ্যে চলতি উত্তেজনা নিয়ে মুখ খোলেন চিদম্বরম। চিনা পণ্য বয়কটের যে জোরাল দাবি উঠেছে, সে বিষয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। চিদম্বরম বলেন, “চিনের বিশ্বব্যাপী বাণিজ্যের একটা ক্ষুদ্র অংশই হয় ভারতের সঙ্গে। ফলে এদেশে তাদের পণ্য় বয়কট করে অর্থনীতিকে দুর্বল করা যাবে না। যতটা সম্ভব আমাদের আত্মনির্ভর হতেই হবে। তবে বিশ্ব থেকে আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি না। বিশ্বজুড়ে যে সরবরাহ শৃঙ্খল আছে, আগামীদিনেও ভারতকে তার অংশ থাকতে হবে। সে ক্ষেত্রে চিনের পণ্য বয়কট করলে চলবে না।“

চিদম্বরম আরও বলেন, “চিন বিশ্বজুড়ে যে বাণিজ্য করে তাতে ভারতের সঙ্গে তাদের বাণিজ্যের ভাগ কত জানেন? একেবারেই যৎসামান্য। সে কথাও আমাদের ভুলে গেলে চলবে না।”

প্রসঙ্গত, এর মধ্যে টেলিকম, রেল এবং মুম্বই মনোরেলে কাজের বরাত হারাচ্ছে চিনের সংস্থাগুলি। সম্প্রতি চিনা কোম্পানির প্রবেশ আটকাতে মুম্বই মনোরেলের প্রায় ৫০০ কোটি টাকার গোটা টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হয়েছে। পরিবর্তে এই কাজ করার জন্য যোগ্য ভারতীয় সংস্থার খোঁজ শুরু হয়েছে।