পরের ট্যুইটে আরও আক্রমণাত্মক মেজাজে রিচা লেখেন, ‘আমাদের দ্বিতীয়বার সীমান্তে লড়াই করতে বাধ্য করছে। বিশ্বের অন্য দেশগুলি কিছুই বলছে না? সবাই কেন এই দেশটাকে ভয় পায়? বাকি দেশগুলি কেন একজোট হয়ে কিছু করছে না? দুনিয়ার সব দেশের নেতারাই কি কাপুরুষ? আমার মামাবাড়ির দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ১৯৬২ সালের যুদ্ধেও যোগ দিয়েছিলেন। এখনকার পরিস্থিতি মেনে নিতে পারছি না।’
সোশ্যাল মিডিয়ায় অনেকেই রিচার এই বক্তব্য সমর্থন করেছেন। এক ব্যক্তির মন্তব্যের জবাবে রিচা লিখেছেন, এরপরেও কারও সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকবে কি না, সে বিষয়ে আমার সন্দেহ আছে।