Breach Of Privilege by Speaker: একদল সাংসদ রাজ্যসভায় মোবাইল ব্যবহার করে সংসদের অবমাননা করছেন, বললেন ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Feb 2021 11:46 AM (IST)
Speaker Venkaiah Naidu Breach Of Privilege: আজ ১৫ ঘণ্টা ধরে রাজ্যসভায় কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হওয়ার কথা। বিরোধীদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় সরকার আজকের এই দীর্ঘ আলোচনায় সবুজ সংকেত দিয়েছে।
NEXT
PREV
নয়াদিল্লি: রাজ্যসভার কাজকর্ম চলাকালীন মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। রাজ্যসভার সাংসদদের অনুরোধ করলেন কক্ষের চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। যেভাবে অনুমতি ছাড়াই সভার কাজকর্ম মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আজ উপরাষ্ট্রপতি বলেছেন, রাজ্যসভা কক্ষে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কয়েকজন সদস্য কক্ষে বসেই তাঁদের মোবাইল ব্যবহার করে সভার কাজকর্ম রেকর্ড করছেন। এ ধরনের আচরণ সংসদীয় শিষ্টাচারের বিরোধী, সদস্যদের উচিত, এমন অনাকাঙ্খিত কাজকর্ম থেকে বিরত থাকা। এভাবে অনুমতি ছাড়া সংসদের কাজকর্ম রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া সুযোগের অপব্যবহার ও সংসদের অবমাননা বলে মন্তব্য করেছেন তিনি। এ ব্যাপারে উপরাষ্ট্রপতি সংবাদ মাধ্যমকেও অনুরোধ করেছেন, যাতে রাজ্যসভার কাজকর্মের ছবি নিয়ম ভেঙে বাইরে না ছড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। গতকাল বাজেট অধিবেশনের প্রথম কর্মদিবসে বেঙ্কাইয়া নাইডু ব্যাঘাতহীনভাবে, শৃঙ্খলা মেনে আলোচনার ডাক দেন। সাংসদদের তিনি অনুরোধ করেন সম্মান বজায় রেখে নিয়ম মাফিক নানা বিষয়ে আলোচনা চালিয়ে বাজেট অধিবেশন আরও অর্থপূর্ণ করে তুলতে, দেখতে, যাতে কোনওরকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে।
ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় কৃষি আইন নিয়ে হট্টগোলের সময় বিরোধী সাংসদরা রাজ্যসভা টিভির একটি বক্তব্য চ্যালেঞ্জ করে তাঁদের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আম আদমি পার্টির ২ সাংসদ সঞ্জয় সিংহ ও ভগবত রাম সংসদের সেন্ট্রাল হলের মধ্যে কৃষি আইনের বিরুদ্ধে তাঁদের স্লোগান দেওয়ার ভিডিও টুইট করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন, তখনও হট্টগোল হয়।
আজ ১৫ ঘণ্টা ধরে রাজ্যসভায় কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হওয়ার কথা। বিরোধীদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় সরকার আজকের এই দীর্ঘ আলোচনায় সবুজ সংকেত দিয়েছে।
নয়াদিল্লি: রাজ্যসভার কাজকর্ম চলাকালীন মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। রাজ্যসভার সাংসদদের অনুরোধ করলেন কক্ষের চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। যেভাবে অনুমতি ছাড়াই সভার কাজকর্ম মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
আজ উপরাষ্ট্রপতি বলেছেন, রাজ্যসভা কক্ষে মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কয়েকজন সদস্য কক্ষে বসেই তাঁদের মোবাইল ব্যবহার করে সভার কাজকর্ম রেকর্ড করছেন। এ ধরনের আচরণ সংসদীয় শিষ্টাচারের বিরোধী, সদস্যদের উচিত, এমন অনাকাঙ্খিত কাজকর্ম থেকে বিরত থাকা। এভাবে অনুমতি ছাড়া সংসদের কাজকর্ম রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া সুযোগের অপব্যবহার ও সংসদের অবমাননা বলে মন্তব্য করেছেন তিনি। এ ব্যাপারে উপরাষ্ট্রপতি সংবাদ মাধ্যমকেও অনুরোধ করেছেন, যাতে রাজ্যসভার কাজকর্মের ছবি নিয়ম ভেঙে বাইরে না ছড়িয়ে দেওয়া হয়।
শুক্রবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। গতকাল বাজেট অধিবেশনের প্রথম কর্মদিবসে বেঙ্কাইয়া নাইডু ব্যাঘাতহীনভাবে, শৃঙ্খলা মেনে আলোচনার ডাক দেন। সাংসদদের তিনি অনুরোধ করেন সম্মান বজায় রেখে নিয়ম মাফিক নানা বিষয়ে আলোচনা চালিয়ে বাজেট অধিবেশন আরও অর্থপূর্ণ করে তুলতে, দেখতে, যাতে কোনওরকম দুর্ভাগ্যজনক ঘটনা না ঘটে।
ডিসেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনের সময় কৃষি আইন নিয়ে হট্টগোলের সময় বিরোধী সাংসদরা রাজ্যসভা টিভির একটি বক্তব্য চ্যালেঞ্জ করে তাঁদের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আম আদমি পার্টির ২ সাংসদ সঞ্জয় সিংহ ও ভগবত রাম সংসদের সেন্ট্রাল হলের মধ্যে কৃষি আইনের বিরুদ্ধে তাঁদের স্লোগান দেওয়ার ভিডিও টুইট করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছিলেন, তখনও হট্টগোল হয়।
আজ ১৫ ঘণ্টা ধরে রাজ্যসভায় কৃষক আন্দোলন নিয়ে আলোচনা হওয়ার কথা। বিরোধীদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় সরকার আজকের এই দীর্ঘ আলোচনায় সবুজ সংকেত দিয়েছে।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -