কলকাতা: -‘দর্শকশূন্য থাকবে রাজ্যের সব পুজো মণ্ডপ’,‘

-প্রতিটি পুজো মণ্ডপ নো এন্ট্রি জোন হিসেবে গণ্য হবে’

-‘পুজোর এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে নো-এন্ট্রি বোর্ড লাগাতে হবে’

পুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানিতে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপ দর্শকশূন্য থাকবে।

অর্থাৎ এবার রাজ্যজুড়ে কোনও দুর্গাপুজো মণ্ডপে, ঠাকুর দেখতে কোনও দর্শক ঢুকতে পারবে না।বাঙালির শ্রেষ্ঠ উৎ‍সব নিয়ে নজিরবিহীন-ঐতিহাসিক রায়ে হাইকোর্ট আরও বলেছে,প্রতিটি পুজো মণ্ডপই গণ্য হবে ‘নো এন্ট্রি’ জোন হিসেবে।

সব পুজো প্যান্ডেল ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিরা জানিয়েছেন, ছোট পুজোর প্যান্ডেলের শেষ সীমা থেকে থেকে ৫ মিটার এবং বড় পুজোর ক্ষেত্রে ১০ মিটার বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলতে হবে। ঘেরা এলাকাটি হবে ‘নো এন্ট্রি’ জোন।

অর্থাৎ‍, ছোট মণ্ডপ হলে তার ৫ মিটারের মধ্যে এবং বড় মণ্ডপ হলে তার ১০ মিটারের মধ্যে কোনও দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।

মণ্ডপের মধ্যে কারা প্রবেশ করতে পারবেন, রায়ে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। বিচারপতিরা রায়ে বলেছেন, পুজো উদ্যোক্তাদের ১৫ থেকে সর্বাধিক ২৫ জনের তালিকা তৈরি করতে হবে। একমাত্র তাঁরাই মণ্ডপের  ভিতরে প্রবেশ করতে পারবেন। মণ্ডপের বাইরে সেই তালিকা টাঙিয়ে রাখতে হবে। কোনওভাবেই নামের তালিকা পরিবর্তন করা যাবে না।

একইসঙ্গে আদালতের নির্দেশ কতটা মানা হল তা ৫ নভেম্বরের মধ্যে রাজ্য পুলিশের ডিজিকে হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট