- পুজোয় ভিড়ের আশঙ্কা কলকাতা হাইকোর্টের। ‘কাগজে যা ছবি দেখছি, তা ভয় জাগানো, ২-৩ লক্ষ মানুষকে সামলাতে ৩০ হাজার পুলিশ?’ পুজো বন্ধ মামলায় প্রশ্ন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের।
- প্রতিটি পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন, ঢোকা নিষিদ্ধ হোক দর্শনার্থীদের! পুজো বন্ধ শুনানিতে পর্যবেক্ষণ আদালতের।
- ঢুকতে পারবেন তালিকায় থাকা উদ্যোক্তাদের কয়েকজন। চায় আদালত, পুজো বন্ধ শুনানিতে পর্যবেক্ষণ আদালতের।
- আরও পুলিশ বাড়ানো হবে, আদালতে বক্তব্য রাজ্যের।
- ‘স্বরাষ্ট্র ও মুখ্যসচিবের কাছ থেকে কোনও পরামর্শ আসেনি, আপনাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল', রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য হাইকোর্টের।
- ‘সরকারি গাইডলাইনে সদিচ্ছা আছে, তার বাস্তবায়ন নেই। মুম্বইতে গণেশ পুজোর অনুমতি দেওয়া হয়নি’, মন্তব্য কলকাতা হাইকোর্টের
পুজো মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন, ঢোকা নিষিদ্ধ হোক দর্শনার্থীদের, পুজো বন্ধ শুনানিতে পর্যবেক্ষণ হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2020 12:21 PM (IST)
‘সরকারি গাইডলাইনে সদিচ্ছা আছে, তার বাস্তবায়ন নেই। মুম্বইতে গণেশ পুজোর অনুমতি দেওয়া হয়নি’, মন্তব্য কলকাতা হাইকোর্টের
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -