নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে ট্যুইট করে পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার দাবি জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। তাই তাঁদের স্বস্তি দেওয়ার জন্যই পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনা উচিত।



গতকালই পেট্রোল ও ডিজেলের দাম লিটারপিছু আড়াই টাকা করে কমানোর কথা ঘোষণা করেছে কেন্দ্র। তবে তারপরেও এই ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়ছেন না রাহুল। তাঁর দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারগুলি অত্যধিক কর চাপানোর ফলেই পেট্রোপণ্যের দাম বাড়ছে। সামান্য দাম কমানো নিয়ে গতকাল কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। এরপর আজ রাহুলের ট্যুইট।