আগরতলা: রোহিঙ্গাদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি), সেটি অস্বীকার করল বিএসএফ। এক বিবৃতিতে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ’বিজিবি-র কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোমল কবীর গতকাল রাত সাড়ে আটটায় ফোন করে বিএসএফ কম্যান্ড্যান্ট রত্নেশ কুমারকে জানান, তাঁরা আন্তর্জাতিক সীমান্তে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছেন। বিজিবি-র কম্যান্ডিং অফিসার আরও দাবি করেন, রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। এ বিষয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করছে বিএসএফ।’

গতকাল বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ত্রিপুরার সিপাহীজলা জেলার কমলাসাগর সীমান্ত দিয়ে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলি সীমান্তে ৩১ জন রোহিঙ্গাকে জোর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএসএফ। তবে এই অভিযোগ অস্বীকার করে বিএসএফ-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, কসবা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে একদল রোহিঙ্গাকে এনে সীমান্তের কাছে তাদের আটক করা হয়েছে বলে দেখাচ্ছে বিজিবি। এর পিছনে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে ত্রিপুরা থেকে ১২ জন রোহিঙ্গাকে ধরা হয়। পরের বছর ৬২ জনকে পাকড়াও করা হয়। কিন্তু তাদের মধ্যে একজনকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি।’