নয়াদিল্লি: সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে গঠবন্ধন বা গাঁটছড়ায় পাকাপাকি বিচ্ছেদ ঘোষণা মায়াবতীর। ২০১৯ এর লোকসভা নির্বাচনে মায়াবতী-অখিলেশ জোটের ভরাডুবির পরিপ্রেক্ষিতে এই চরম পদক্ষেপ বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রীর। ভবিষ্যতে সব নির্বাচন তাঁরা একাই লড়বেন বলে ঘোষণা করেছেন তিনি।
রবিবার লখনউয়ে বসপার সর্বভারতীয় বৈঠক হয়। রাজ্যওয়াড়ি ইউনিটগুলির বৈঠকও হয়। তারপরই আজ দলিত নেত্রী ট্যুইট করেন,
সবাই অবগত যে, ২০১২ থেকে ২০১৭ পর্বে সপা শাসনে পদোন্নতিতে সংরক্ষণ, খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো দলিত ও বসপা-বিরোধী সরকারি সিদ্ধান্ত সত্ত্বেও অতীত ভুলে ওদের সঙ্গে গঠবন্ধন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সাধারণ নির্বাচনের পর সপা-র আচরণে বসপা বিজেপিকে আর কখনও হারানো সম্ভব কিনা, এটা ভাবতে বাধ্য হয়েছে। সেটা সম্ভব নয়। সুতরাং দল ও আন্দোলনের স্বার্থে বসপা এখন থেকে সব ছোট-বড় নির্বাচন একাই লড়বে।
সাম্প্রতিক ভোটের পরই রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে আলাদা লড়বেন, তবে ভবিষ্যতে সপা-র সঙ্গে বোঝাপড়ার দরজা খোলা রাখছেন বলে ঘোষণা করেন মায়াবতী। এর কয়েক সপ্তাহের মধ্যেই পাকাপাকি জোট ভাঙার কথা ঘোষণা করলেন তিনি।







২০১৮-র গোড়ায় উত্তরপ্রদেশে লোকসভা উপনির্বাচনের আগে হাত মিলিয়েছিল সপা-বসপা। গোরক্ষপুর, ফুলপুর, কইরানায় বিজেপিকে হারিয়ে দেয় তারা। গত জানুয়ারিতে তারা ঠিক করে, লোকসভা নির্বাচনেও জোট বহাল রাখবে। সেসময় মায়াবতীকে বলতে শোনা গিয়েছিল, ২৫ বছরের শত্রুতা, বিরোধ পিছনে ফেলে দুই কট্টর প্রতিদ্বন্দ্বীর জোট গঠন ২০১৯ এর ‘রাজনৈতিক ক্রান্তি’ হতে চলেছে। কিন্তু লোকসভা নির্বাচনে জোটের হতাশাজনক ফলের জেরে জোটে ফাটল থেকে পাকাপাকি ভাঙন হয়ে গেল। বসপা ১০টি, সপা ৫টি আসন পেয়েছে। আরেক শরিক আরএলডির খাতা শূন্য।

সদ্য হওয়া লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আট বিজেপি বিধায়ক, আপনা দল (এস), সপা, বসপার একজন করে বিধায়ক সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া কেন্দ্রগুলিতে উপনির্বাচন আসন্ন।