২০১৮-র গোড়ায় উত্তরপ্রদেশে লোকসভা উপনির্বাচনের আগে হাত মিলিয়েছিল সপা-বসপা। গোরক্ষপুর, ফুলপুর, কইরানায় বিজেপিকে হারিয়ে দেয় তারা। গত জানুয়ারিতে তারা ঠিক করে, লোকসভা নির্বাচনেও জোট বহাল রাখবে। সেসময় মায়াবতীকে বলতে শোনা গিয়েছিল, ২৫ বছরের শত্রুতা, বিরোধ পিছনে ফেলে দুই কট্টর প্রতিদ্বন্দ্বীর জোট গঠন ২০১৯ এর ‘রাজনৈতিক ক্রান্তি’ হতে চলেছে। কিন্তু লোকসভা নির্বাচনে জোটের হতাশাজনক ফলের জেরে জোটে ফাটল থেকে পাকাপাকি ভাঙন হয়ে গেল। বসপা ১০টি, সপা ৫টি আসন পেয়েছে। আরেক শরিক আরএলডির খাতা শূন্য। সদ্য হওয়া লোকসভা ভোটে উত্তরপ্রদেশে আট বিজেপি বিধায়ক, আপনা দল (এস), সপা, বসপার একজন করে বিধায়ক সাংসদ নির্বাচিত হওয়ায় তাঁদের ছেড়ে যাওয়া কেন্দ্রগুলিতে উপনির্বাচন আসন্ন।