২০১৬ সালের ২৮ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নিযুক্ত হন বিরল। তিন বছরের মেয়াদে রিজার্ভ ব্যাঙ্কে যোগ দেন ২০১৭ সালের ২০ জানুয়ারি। সেই সময় নোট বাতিল, ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এবং টাকা তোলা সংক্রান্ত নিয়ম নিয়ে সমালোচনার মুখে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক। সেই টানাপোড়েনের সময় পেরিয়ে এসে এখন পদত্যাগ করলেন নিজেকে ‘গরিবদের রঘুরাম রাজন’ বলা বিরল। ফলে রিজার্ভ ব্যাঙ্কে এখন থাকলেন তিন ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন, বি পি কানুনগো ও এম কে জৈন। এর আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল মেয়াদ শেষের ৯ মাস আগেই পদত্যাগ করেন। এবার ডেপুটি গভর্নরও মেয়াদ শেষের আগেই সরে গেলেন। মেয়াদ শেষের ৬ মাস আগেই পদত্যাগ রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্যর
Web Desk, ABP Ananda | 24 Jun 2019 10:26 AM (IST)
২০১৬ সালের ২৮ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নিযুক্ত হন বিরল।
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান আর্থিক নীতি কমিটির শেষ বৈঠকের কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করলেন ডেপুটি গভর্নর বিরল আচার্য। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, মেয়াদ শেষের ৬ মাস আগেই ইস্তফা দিয়েছেন বিরল। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারির বদলে চলতি বছরের অগাস্টেই ফের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অফ বিজনেসে শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন।