২০১৬ সালের ২৮ ডিসেম্বর রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর নিযুক্ত হন বিরল। তিন বছরের মেয়াদে রিজার্ভ ব্যাঙ্কে যোগ দেন ২০১৭ সালের ২০ জানুয়ারি। সেই সময় নোট বাতিল, ব্যাঙ্কে টাকা জমা দেওয়া এবং টাকা তোলা সংক্রান্ত নিয়ম নিয়ে সমালোচনার মুখে পড়ে রিজার্ভ ব্যাঙ্ক। সেই টানাপোড়েনের সময় পেরিয়ে এসে এখন পদত্যাগ করলেন নিজেকে ‘গরিবদের রঘুরাম রাজন’ বলা বিরল। ফলে রিজার্ভ ব্যাঙ্কে এখন থাকলেন তিন ডেপুটি গভর্নর এন এস বিশ্বনাথন, বি পি কানুনগো ও এম কে জৈন।
এর আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল মেয়াদ শেষের ৯ মাস আগেই পদত্যাগ করেন। এবার ডেপুটি গভর্নরও মেয়াদ শেষের আগেই সরে গেলেন।