বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বিরোধীদের ঐক্য গঠনের তত্পরতাকে কটাক্ষ করে ট্যুইট করেন, মহাগঠবন্ধন এগোচ্ছে। প্রথমে আপ, এখন বসপা ধোঁকাবাজিকে আক্রমণ করল। মায়াবতী কংগ্রেসকে উদ্ধত বললেন, নতুন অভিজ্ঞতা হল ওনার, মধ্যপ্রদেশ, রাজস্থানেও কোনও জোট হবে না জানিয়ে দিলেন। ছত্তিশগড় তো আগেই বিসর্জন হয়ে গিয়েছে। এর মধ্যেই সমাজবাদী পার্টি (সপা) সভাপতি অখিলেশ সিংহ যাদব কংগ্রেসকে জোট তৈরির ক্ষেত্রে উদারতা দেখানোর পরামর্শ দিলেন। মায়াবতীর ঘোষণার পর তিনি বললেন, এ ব্যাপারে গড়িমসি করা হলে অন্য দলগুলি হয়তো বাধ্য হয়ে আগামী বিধানসভা ভোটে নিজেরা প্রার্থী ঘোষণা করে দেবে। সাংবাদিকদের তিনি বলেন, আমি আজও বলছি, কংগ্রেসের বড় মনের পরিচয় দেখিয়ে সম মতাদর্শ, ভাবধারার সব দলকে একসঙ্গে নিয়ে ভোটে লড়া উচিত। দেরি হয়ে গেলে হয়তো অন্য দলগুলি নিজেদের প্রার্থী দিয়ে দেবে। এরপর কংগ্রেস বাকি দলগুলির দিকে বিজেপির সঙ্গে আঁতাতের ইঙ্গিত করে আঙুল তুলবে। কিন্তু আমি একটা কথা জানি, বসপা কারও ভয়ে সিদ্ধান্ত নেয় না। জোট করে চলা কংগ্রেসের ডিএনএ-তে নেই! মায়াবতীর ঘোষণার পর কটাক্ষ বিজেপির, বড় মনের পরিচয় দিয়ে সম মতাদর্শের সবাইকে সঙ্গে নিক কংগ্রেস, বললেন অখিলেশ
Web Desk, ABP Ananda | 03 Oct 2018 08:19 PM (IST)
নয়াদিল্লি: মায়াবতী কংগ্রেসের সঙ্গে জোট, রফার আলোচনা ভেঙে দেওয়ার পর বিজেপি রাহুল গাঁধীর দলকে খোঁচা দিয়ে কটাক্ষ করল, গাঁধী পরিবারই ওদের কাছে সব, জোট কংগ্রেসের ডিএনএ-তে নেই! আজই বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী মধ্যপ্রদেশ, রাজস্থানের আসন্ন বিধানসভা ভোটে তাঁর দল হয় একার ক্ষমতায় লড়বে বা আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করবে, কিন্তু কংগ্রেসের সঙ্গে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কংগ্রেস বসপা-কে ‘খতম করতে চায়’ বলেও তোপ দেগেছেন দলিত নেত্রী। এরপরই বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, কংগ্রেস কার সঙ্গে জোট করবে না করবে, তা সম্পূর্ণ ওদের ব্যাপার। কিন্তু মায়াবতীর ক্ষোভ, যন্ত্রণা প্রকাশ্যে বেরিয়ে পড়ার পর আমি শুধু এটাই বলতে পারি যে, জোট করা কংগ্রেসের ধাতে নেই, ওরা শুধু একটা পরিবারকেই সব গুরুত্ব দেয়।