লখনউ: উত্তরপ্রদেশের বুলন্দশহরে হিংসার সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার হলেন এক সেনা জওয়ান। আজ উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের আইজি অমিতাভ যশ এই খবর জানিয়েছেন। এই নিয়ে বুলন্দশহর হিংসায় ৯ জনকে গ্রেফতার করা হল।
যশ জানিয়েছেন, ‘গতকাল গভীর রাতে মেরঠে জিতেন্দ্র মালিককে উত্তরপ্রদেশের এসটিএফ-এর হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী। বুলন্দশহরে হিংসার ঘটনার যে ভিডিও দেখা যাচ্ছে, তাতে জিতেন্দ্রকে এই সময় সেখানে দেখা যাচ্ছে। তাঁকে সেনাবাহিনী এসটিএফ-এর হাতে তুলে দিলেও, এটি আসলে গ্রেফতার। এখন মেরঠে পুলিশের হেফাজতে আছেন এই সেনা জওয়ান।’
গত সোমবার বুলন্দশহরের একটি গ্রামের জঙ্গলে গোমাংস পড়ে থাকার অভিযোগে অন্তত ৪০০ জন তাণ্ডব শুরু করেন। হিংসায় পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংহ ও এক তরুণের মৃত্যু হয়। গতকালই সেনাপ্রধান জেনারেল বিপীন রাওয়াত জানান এই ঘটনার তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। এরপরেই জিতেন্দ্রকে এসটিএফ-এর হাতে তুলে দিল সেনা।
বুলন্দশহরে হিংসার সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার সেনা জওয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2018 01:12 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -