লখনউ: রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ। ফের আক্রান্ত পুরোহিত। গোন্ডার রামজানকী মন্দিরের পুরোহিত সম্রাট দাসকে কয়েকজন শনিবার রাতে গুলি করে বলে অভিযোগ। জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলা বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশকর্মী এবং গ্রামবাসীরা জখম অবস্থায় পুরোহিতকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই পুরোহিতের উপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।
গোন্ডার পুলিশ সুপার শৈলেশ কুমার পাণ্ডে জানিয়েছেন, ‘ইতিয়া থক গ্রামের এক মন্দিরের পুরোহিত শনিবার রাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সঙ্গে গুলিবিদ্ধ পুরোহিতের জমি সংক্রান্ত গণ্ডগোল ছিল। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’
এর আগেও এক পুরোহিতের উপরে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনার পরে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কয়েকদিন আগেই রাজস্থানের করৌলি জেলার বুকনা গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পুরোহিতকে পুড়িয়ে খুন করা হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুরোহিত বাবুলাল বৈষ্ণবকে মন্দিরের তরফে জমি দান করা হয়েছিল। তাতে বৈকদা পঞ্চায়েতের ১০০ জন লোক সই করেছিলেন। গ্রামেরই বাসিন্দা দাবাং কৈলাস মিনা জোর করে ওই জমি দখল করতে চেয়েছিলেন। তাঁকে বাধা দিলে, বাবুলালের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আক্রান্ত হলেন এক পুরোহিত।
রাজস্থানের পর এবার উত্তরপ্রদেশ, ফের আক্রান্ত পুরোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 05:04 PM (IST)
এই পুরোহিতের উপর হামলার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ছবি সৌজন্যে এএনআই
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -