সহযোগীদের সামরিক শক্তি খর্ব করার উদ্দেশ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি, সাফাই আমেরিকার
Web Desk, ABP Ananda | 05 Oct 2018 09:20 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: সহযোগী দেশগুলির সামরিক শক্তি হানির উদ্দেশ্যে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আজ ভারত-রাশিয়ার মধ্যে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেই এই মন্তব্য করেছেন মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। তবে এই নিষেধাজ্ঞা যে সহজে তুলে নেওয়া হবে না, সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। রাশিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি করলে সংশ্লিষ্ট দেশের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই রাশিয়ার কাছ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে ভারত। এরপরেই সতর্কভাবে বিবৃতি দিল মার্কিন যুক্তরাষ্ট্র।