নয়াদিল্লি: আজ কিছুটা অপ্রত্যাশিতভাবেই সুদের হার অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। তবে তেলের দামে পরিবর্তন এবং দাম বাড়া নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।


বিশ্লেষক ও বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের আশা ছিল, রিজার্ভ ব্যাঙ্কের ৬-সদস্যর মানিটারি পলিসি কমিটি সুদের হার অন্তত ০.২৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করবে। গত কয়েকদিনে টাকার দাম কমে যাওয়ায় সুদের হার ০.৫০ শতাংশ বাড়ানো হতে পারে বলেও বিভিন্ন মহল থেকে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক সেরকম কিছুই করল না।

পড়তে পড়তে আরও কমল টাকার দাম। আজ রিজার্ভ ব্যাঙ্কের নয়া মানিটারি পলিসি ঘোষণার পরই টাকার দাম ডলারের তুলনায় ৭৪ টাকার নীচে নেমে গিয়ে দাঁড়ায় ৭৪.১৩। দেশের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্ক পলিসি রেট অপরিবর্তিত রাখার কথা জানায় আজ। তারপরই ৫৫ পয়সা কমে যায় টাকার দাম। এর ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কেননা একদিকে বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বাড়ছে।

গতকাল ২৪ পয়সা কমে রেকর্ড সর্বনিম্ন দর হয় টাকার, এক ডলারের তুলনায় ৭৩.৫৮। আন্তঃব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময় বাজারে টাকার দর আজ শুরু হয়েছিল ডলারের সাপেক্ষে ৭৩.৫৬ পয়সায়। কিন্তু তেজি ভাব বহাল থাকেনি। ফের পতন হয় দরের, তা নেমে যায় ৭৪-এর নীচে।

অন্যদিকে, শেয়ার বাজারেও ধস নামে আজ। সেনসেক্স ৭৯২ পয়েন্ট কমে হয়ে ৩৪,৩৭৬.৯৯। যা গত ৬ মাসে সর্বনিম্ন।