কলকাতা: টালা ব্রিজের স্বাস্থ্য নিয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট। রিপোর্ট দিল মুম্বইয়ের বিশেষজ্ঞ সংস্থা। ব্রিজ পূর্ণাঙ্গ সংস্কারের সুপারিশ সংস্থার। সেই সুপারিশ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। টালা ব্রিজের ভবিষ্যৎ নির্ধারণে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক। রাইটসের রিপোর্টের ভিত্তিতে বন্ধ আছে বাস চলাচল।


টালা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেছে মুম্বইয়ের বিশেষজ্ঞ সংস্থা। সংস্থার তরফে পুজোর সময় স্বাস্থ্য পরীক্ষা করেন ভি কে রায়না ও তাঁর দল। মুখ্যসচিব রাজীব সিনহার কাছে সেতুর স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত রিপোর্ট জমা দিল ওই সংস্থা। সেই রিপোর্ট খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

শনিবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে টালা ব্রিজের ভবিষ্যত ঠিক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। আগেই টালা ব্রিজের বেহাল অবস্থা নিয়ে রিপোর্ট দিয়েছিল রাইটস। রিপোর্ট খতিয়ে দেখে ব্রিজের উপর ভারী গাড়ি চলাচল বন্ধ করে রাজ্য সরকার। পুজোর সময়ও ব্রিজে বন্ধ ছিল ভারী গাড়ি চলাচল।

ব্রিজে বাস-মিনিবাস চলাচল বন্ধ হওয়ায় চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। বিভিন্ন রাস্তায় যানজটে দুর্ভোগ বাড়ছে শহরবাসীর। তবে পূর্ণাঙ্গ সংস্কার করা হলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ, সেক্ষেত্রে পুরোপুরি বন্ধ থাকতে পারে ব্রিজ। ফলে তীব্র যানজট তৈরি হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।