নয়াদিল্লি: শিশুদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে শাস্তি কঠোরতর করল কেন্দ্রীয় সরকার। আজ মন্ত্রিসভা পকসো আইনে শিশুদের উপর যৌন নির্যাতনের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধি অনুমোদন করেছে। সাংবাদিক বৈঠকে আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ‘শিশুদের বিরুদ্ধে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য যে আইন রয়েছে, সেটি সংশোধন করেছে মন্ত্রিসভা। পকসো আইন আরও কঠোর করাই শুধু নয়, শিশুদের শৈশব নষ্ট করার জন্য যাতে কৃত্রিম ওষুধ বা হরমোন যাতে ব্যবহার না করা যায়, সেটাও নিশ্চিত করতে চাইছে সরকার।’



কাঠুয়ায় এক শিশুকন্যার গণধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধী পকসো আইন সংশোধনের প্রস্তাব দেন। তাঁর সেই প্রস্তাব অনুসারেই পকসো আইন আরও কঠোর করল সরকার। আজ রবিশঙ্কর আরও জানিয়েছেন, ‘শিশু পর্নোগ্রাফি বন্ধ করার লক্ষ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও ওয়েবসাইট থেকে শিশু পর্নোগ্রাফি মুছে না ফেলা হলে বড় অঙ্কের জরিমানা করা হবে। যদি কোনও ব্যক্তি শিশু পর্নোগ্রাফির কথা জানা সত্ত্বেও অভিযোগ দায়ের না করেন, তাহলে এর জন্য তাঁকেও দায়ী করে জরিমানা করা হবে।’