নয়াদিল্লি: সীমান্ত অঞ্চলে বিভিন্ন প্রকল্পে চিনা পণ্য ব্যবহার বন্ধের আর্জি জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)। দেশজুড়ে চিনা পণ্য বয়কটের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার অঙ্গ হিসেবেই চিনা নির্মাণ সামগ্রী এবং ‘ইন্টারনেট অফ থিংস’ সম্বলিত যন্ত্রাংশ নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে এই চিঠিতে। কারণ, হিসেবে উল্লেখ করা হয়েছে, চিনা সংস্থাগুলি সংবেদনশীল তথ্য পাচার করতে পারে।
সিএআইটি-র জাতীয় সভাপতি বি সি ভারতীয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সীমান্ত ও নিরাপত্তার ক্ষেত্রে সংবেদনশীল অঞ্চলে বিভিন্ন প্রকল্পের কাজ ভারতের সংস্থাগুলি করলেও, তারা চিনা সামগ্রী ব্যবহার করছে। সেই চিনা যন্ত্রগুলিতে ইন্টারনেট অফ থিংস আছে। এর ফলে যন্ত্রের অবস্থান, কার্যকলাপ সংক্রান্ত তথ্য পাচার করা যাবে।’
সিএআইটি-র সচিব প্রবীণ খান্ডেলওয়াল জানিয়েছেন, ‘যেহেতু সীমান্তে এবং বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজকর্ম চলছে এবং এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে চিনা যন্ত্রাংশ ব্যবহার করা উচিত নয়। চিনা যন্ত্রাংশের মাধ্যমে যন্ত্রগুলির অবস্থান, কাজের সময় এবং অন্যান্য খুঁটিনাটি তথ্য পাওয়া যাচ্ছে।’
সিএআইটি-র পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রীকে আর্জি জানানো হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংক্রান্ত বৃহত্তর স্বার্থে সীমান্ত ও সংবেদনশীল অঞ্চলে প্রতিরক্ষা সংক্রান্ত কাজে চিনা যন্ত্রাংশ ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা হোক।
তথ্য পাচারের আশঙ্কা, সীমান্তে প্রতিরক্ষা সংক্রান্ত প্রকল্পে চিনা যন্ত্রাংশ বন্ধের আর্জি ব্যবসায়ীদের সংগঠনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2020 03:38 PM (IST)
সিএআইটি-র পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রীকে আর্জি জানানো হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -