খারগোন: সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর মহাত্মা গাঁধীর হত্যাকারী নাথুরাম গডসেকে ‘প্রকৃত দেশপ্রেমিক’ বলে প্রশংসা করায় তীব্র অসন্তোষ প্রকাশ করে নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন, এজন্য তিনি কখনও তাঁকে ক্ষমা করবেন না। সাধ্বীকে ভোপাল লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রাক্কালে মালেগাঁও বিস্ফোরণ মামলার অভিযুক্ত প্রজ্ঞার গডসে বন্দনায় প্রবল অস্বস্তিতে পড়ে ইতিমধ্যে তাঁর মন্তব্য থেকে দূরত্ব তৈরি করেছে বিজেপি। এটা দলের অবস্থান নয় বলে স্পষ্ট করেছে তারা। প্রজ্ঞাও গতকালই ক্ষমা চেয়ে মন্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু তারপরও বিতর্কের ইতি হয়নি। এবার স্বয়ং প্রধানমন্ত্রী মুখ খুলে নির্বাচনী প্রচারের শেষদিন একটি টিভি চ্যানেলকে জানান, প্রজ্ঞার মন্তব্য সমাজের পক্ষে ক্ষতিকর।
তিনি বলেন, গাঁধীজি বা নাথুরাম গডসে সম্পর্কে যা-ই বলা হয়েছে, তা সমাজের কাছে খুবই খারাপ, অন্যায়, নিন্দার যোগ্য। শিক্ষিত, সংস্কৃতিমনস্ক সমাজে এ ধরনের ভাষা মেনে নেওয়া যায় না। এ ধরনের চিন্তাভাবনারও স্থান নেই। তাই যাঁরা এমন করছেন, তাঁদের একশবার ভাবা উচিত। উনি ক্ষমা চেয়েছেন বটে, কিন্তু আমি কখনই তাঁকে পুরোপুরি ক্ষমা করতে পারব না।
এর আগে বিজেপি সভাপতি অমিত শাহও প্রজ্ঞা, কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে ও কর্নাটকের বিজেপি সাংসদে নলিন কুমার কাতিলের গাঁধী ঘাতককে মহান করে দেখানো মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে জানান, ওঁদের বক্তব্য দলীয় আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ১০ দিনের মধ্যে তাঁদের ব্যাখ্যা চাইতে তিনি নির্দেশ দেন দলীয় শৃঙ্খলারক্ষা কমিটিকে।
প্রজ্ঞা গতকাল মধ্যপ্রদেশে রোড শো চলাকালে বলেন, নাথুরাম গডসেজি দেশপ্রমিক ছিলেন, আছেন, থাকবেনও। যারা তাঁকে সন্ত্রাসবাদী বলে, তাদেরই আত্মসমীক্ষা করা উচিত। এবারের নির্বাচনে তারা জবাব পেয়ে যাবে। দক্ষিণী জনপ্রিয় তারকা কমল হাসান সম্প্রতি গডসকে ‘ভারতের প্রথম হিন্দু সন্ত্রাসবাদী’ বলায় এটাই ছিল প্রজ্ঞার প্রতিক্রিয়া।