এ বছরের শুরুতে খবর ছিল, জৈশ ই মহম্মদ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের ওপর আত্মঘাতী হামলা চালায়। প্রাণ হারান ৪০জন জওয়ান। এরপরেও গোয়েন্দারা জানান, জৈশ ফের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ছক কষছে। পুলওয়ামার লেথিপোরা এলাকায় আইইডি ব্যবহার করে এই হামলা হতে পারে। ২০১৬-র ২ জানুয়ারি পাঠানকোট বায়ুসেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ৩ জওয়ানের মৃত্যু হয়, খতম হয় ৫ জঙ্গি। গুলির লড়াই চলে ১৭ ঘণ্টা ধরে। শ্রীনগর ও অবন্তীপোরা বায়ুসেনা ছাউনিতে জঙ্গি হামলা হতে পারে, সতর্কবাণী গোয়েন্দাদের
ABP Ananda, Web Desk | 17 May 2019 01:22 PM (IST)
ফের জঙ্গি রাডারে শ্রীনগর। গোয়েন্দাদের সতর্কবার্তার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট জারি করেছে।
নয়াদিল্লি: ফের জঙ্গি রাডারে শ্রীনগর। গোয়েন্দাদের সতর্কবার্তার প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট জারি করেছে। তাদের আশঙ্কা, শ্রীনগর ও অবন্তীপোরা বায়ুসেনা ছাউনিতে জঙ্গি হামলা হতে পারে।