১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2020 11:11 AM (IST)
আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। সিবিএসই পরীক্ষা নিয়ে আজ শুনানি শেষে একথা জানায় সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি: আগামী মাসের ১৫ তারিখের মধ্যে প্রকাশিত হবে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। সিবিএসই পরীক্ষা নিয়ে আজ শুনানি শেষে একথা জানায় সুপ্রিম কোর্ট। নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে কিছ বিশেষ পদ্ধতি। গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। ৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে। বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। ৩টির বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর। অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর। অন্যদিকে জুলাইয়ে আইসিএসসি-আইএসসি এবং সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল। সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকরা বসতে পারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায়। তবে নতুন করে পরীক্ষার সুযোগ থাকছে না আইসিএসসি-আইএসসি-র। কিন্তু উচ্চমাধ্যমিক নিয়ে এখনও ধোঁয়াশা। সূত্রের খবর, স্থগিত হতে পারে জুলাইয়ের পরীক্ষা।