কলকাতা: তৃণমূলের (TMC) সঙ্গে পত্রযুদ্ধের পর বিএসএফ (BSF) নিয়ে ফের সংঘাত রাজ্যপালের (Governor Jagdeep Dhankar)। “প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিএসএফ (BSF) নিয়ে মন্তব্যকে সমর্থন করি না। প্রয়োজন হল পুলিশ-বিএসএফ একসঙ্গে কাজ করুক। কিন্তু মুখ্যমন্ত্রী কেন সংঘাতের পরিস্থিতি তৈরি করতে চাইছেন?’’ সুর চড়িয়ে মন্তব্য রাজ্যপাল জগদীপ ধনকড়ের।


BSF-এর কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি নিয়ে রাজ্যপালের (Governor) সঙ্গে সংঘাত হয় তৃণমূলের (TMC)। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) পাঠানো রাজ্যপালের চিঠির পাল্টা কড়া জবাব আগেই দিয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy)। চিঠিতে তিনি লিখেছেন, “আপনি (রাজ্যপাল) নিশ্চয়ই জানেন যে, আন্তর্জাতিক সীমান্ত ভারতের ভিতরে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকে না। এই প্রসঙ্গে আমি নিশ্চিত যে, আপনি (রাজ্যপাল) সংবিধানের ২৪৬-এর ৩ নম্বর অনুচ্ছেদ সম্পর্কে অবগত আছেন। সংবিধানে এও উল্লেখ রয়েছে যে, আইন-শৃঙ্খলা পুরোপুরি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত।’’ চিঠির একেবারে শেষে রাজ্যপালকে উদ্দেশ্য করে সুখেন্দুশেখর রায় লিখেছেন, “আপনাকে (রাজ্যপাল) অনুরোধ করছি যে, দেশের নিরাপত্তার কথা ভেবে দয়া করে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকুন।’’


জবাবে তৃণমূল সাংসদকে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্যপাল। সেখানে এক জায়গায় তিনি লিখেছেন, “আপনি (সুখেন্দুশেখর রায়) নিশ্চয়ই জানেন যে, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরে গোটা রাজ্যজুড়েই কাজ করতে পারে BSF। গুজরাতে সীমান্ত থেকে ৮০ কিলোমিটার এবং রাজস্থানে ৫০ কিলোমিটার পর্যন্ত তাদের কর্মক্ষেত্র রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত দেশের ভিতরে ৫০ কিলোমিটার পর্যন্ত থাকে না, এই ভুল ধারণা সম্পর্কে আপনি (সুখেন্দুশেখর রায়) সচেতন হন।’’ তৃণমূল সাংসদের মন্তব্যের জবাবে রাজ্যপাল পাল্টা দাবি করেছেন, তাঁর (রাজ্যপাল) নয়, BSF-এর এক্তিয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যই উস্কানিমূলক। এদিন ট্যুইটারে রাজ্যপালের মন্তব্যের পাল্টা খোঁচা দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। 


আরও পড়ুন: Adhir Chowdhury: “জোট ছাড়া কোনও সমস্যা নেই দিব্যি কংগ্রেস প্রচার করছে’’ মন্তব্য অধীরের