সর্বক্ষণ ঘিরে থাকবে ১০ কম্যান্ডো, ৩০ জওয়ান! শুভেন্দুকে জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে পারে কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Dec 2020 10:23 PM (IST)
রাজ্যের সুরক্ষা ছাড়ার পরে শুভেন্দু অধিকারীর জন্য কি কেন্দ্রীয় নিরাপত্তা? সেরকমই ইঙ্গিত কেন্দ্রীয় সরকার সূত্রে।
কলকাতা: রাজ্যের সুরক্ষা ছাড়ার পরে শুভেন্দু অধিকারীর জন্য কি কেন্দ্রীয় নিরাপত্তা? সেরকমই ইঙ্গিত কেন্দ্রীয় সরকার সূত্রে। সূত্রের খবর, শুভেন্দুকে জেড ক্যাটাগরির সুরক্ষা দিতে পারে কেন্দ্র। আইবির রিপোর্টের প্রেক্ষিতে এই ভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের। শোনা যাচ্ছে, শুভেন্দুর জন্য ১০ কম্যান্ডো, ৩০ জওয়ানের সুরক্ষা বলয় দিতে চলেছে কেন্দ্র। সর্বক্ষণের সুরক্ষা, পাইলট কার দেওয়ারও ভাবনা কেন্দ্রের। সূত্রের খবর, কাল শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করবে সিআরপিএফ।