নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উপহার নরেন্দ্র মোদি সরকারের। মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় কর্মীদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিন শতাংশ মহার্ঘ বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এরফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৯ শতাংশ থেকে বেড়ে হল ১২ শতাংশ। এই বৃদ্ধি চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন ১.১ কোটি কেন্দ্রীয় কর্মী ও পেনশন প্রাপক। মন্ত্রিসভার বৈঠকের পর মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।