নয়াদিল্লি: লোকসভার পর রাজ্যসভাতেও পাস কৃষি বিল।


আজ রবিবার, রাজ্যসভায় পেশ করা হয় কৃষি বিল। সেখানে প্রবল বিরোধিতার মুখে পড়ে মোদি সরকার। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধীরা। দেওয়া হয় স্লোগান। উপরাষ্ট্রপতির সামনে কৃষি বিলের কপি ছেঁড়েন বিরোধীরা। অবশেষে দুপুরে অধিবেশন শেষের আগে রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয়ে যায় কৃষি বিল।


রাজ্যসভায় মোট ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতা পেতে লাগত ১২২টি ভোট। এর মধ্যে এনডিএ-র হাতে রয়েছে ১১১টি ভোট। অর্থাৎ প্রয়োজনের তুলনায় এনডিএ-র হাতে ১১টি ভোট কম।


সরকারের সমর্থনে রয়েছে শিবসেনা, এআইএডিএমকে, জেডিইউ, অসম গণপরিষদ সহ বেশ কয়েকটি দল। অন্যদিকে, কৃষি বিলের প্রতিবাদে সরব হয়েছে এনএডিএ-র সহযোগী শিরোমণি অকালি দল। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফাও দিয়েছেন অকালি দলনেত্রী হরসিমরত কৌর।


বিলের বিরোধিতায় সুর চড়িয়েছে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকে, বিএসপি, সমাজবাদী পার্টি, আরজেডি ছাড়াও বাম দলগুলি। ফলে কৃষি বিল পাস নিয়ে আজ রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা।


এদিকে, কৃষি বিল পেশের বিরোধিতায় আরএসএসের কৃষক সংগঠনও। বিলে খামতি রয়েছে, জানাল ভারতীয় কিষাণ সংঘ। বিলটি ফের সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি সংঘের।


কৃষি বিল নিয়ে বিক্ষোভে উত্তাল হরিয়ানা-পঞ্জাব। দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা কংগ্রেসের। কর্মসূচি চূড়ান্ত করতে আগামীকাল কংগ্রেস নেতাদের বৈঠক।