সেই তালিকায় এবার নবতম সংযোজন সচিন রমেশ তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য রায়াডুকে ধন্যবাদ জানালেন মাস্টার ব্লাস্টার। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দুজনের একত্রে কাটানো মুহূর্তগুলোকেও স্মরণ করেছেন সচিন।
বিশ্বকাপে ধারাভাষ্য দেওয়ার কাজে সচিন এখন ইংল্যান্ডে। সেখান থেকেই তিনি টুইট করেছেন, ‘ভারতীয় ক্রিকেটে তোমার সমস্ত অবদানের জন্য ধন্যবাদ, অম্বাতি। তুমি যখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে, তখন তোমার সঙ্গে দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। জীবনের সেকেন্ড ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
৩৩ বছরের রায়াডু বিশ্বকাপের দলে প্রথমে উপেক্ষিত হয়েছিলেন। পরে ঘনিষ্ঠ মহলে উষ্মা প্রকাশ করার পর তাঁকে স্ট্যান্ড বাই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তবে বিশ্বকাপ থেকে শিখর ধবন ও বিজয় শঙ্কর চোট পেয়ে ছিটকে গেলেও রায়াডুর জন্য দরজা খোলেনি। বরং তালিকায় না থাকা মায়াঙ্ক অগ্রবালকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। তারপরই আচমকা অবসরের সিদ্ধান্ত হায়দরাবাদের ক্রিকেটারের।
ভারতের হয়ে ৫৫টি ওয়ান ডে খেলে ৪৭.০৫ গড়ে ১৬৯৪ রান করেছেন রায়াডু। বিশ্বকাপের আগে তাঁকেই জাতীয় দলের ব্যাটিং অর্ডারে সম্ভাব্য চার নম্বর বলে ঘোষণা করেছিলেন বিরাট। তবে সেই সুযোগ আর আসেনি।