কালো জাদুর প্রভাব? ছত্তীসগঢ়ে মাকে মেরে রক্তপান ছেলের!
Web Desk, ABP Ananda | 05 Jan 2019 10:11 PM (IST)
করবা: কুসংস্কারের বশে নিজের মাকে নৃশংসভাবে খুন করে রক্তপান করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তীসগঢ়ের করবা জেলার পালি থানা এলাকার রামকাছাড় গ্রামে। অভিযুক্তর বাড়ি থেকে কালো জাদুর বই উদ্ধার হওয়ায় কুসংস্কারের কারণে খুনের সন্দেহ জোরাল হয়েছে। অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তাকে গ্রেফতার করা সম্ভব হলে জেরা করে মাকে মারার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। কাটঘোড়া অঞ্চলের এসডিপিও সন্দীপ মিত্তল জানিয়েছেন, গত ৩১ ডিসেম্বর এই ঘটনা ঘটে। এ মাসের ৩ তারিখ গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তর বাড়ি থেকে কালো জাদুর বই ও রক্তমাখা কুঠার উদ্ধার করেন। সারা বাড়ি রক্তে ভরা ছিল। অভিযুক্ত দিলীপ যাদব (২৫) তার মা সুমারিয়াকে কুঠার দিয়ে আঘাত করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ওই মহিলার মৃত্যু হয়। এরপর তাঁর রক্ত পান করে দেহ ছিন্নভিন্ন করে দিলীপ। সে মায়ের শরীরের বিভিন্ন অংশ নিয়ে বাড়িতেই যাগযজ্ঞ শুরু করে। এরপর একটি চুল্লিতে মায়ের দেহের বাকি অংশ পুড়িয়ে দেয়।