সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে আবেগ-আপ্লুত হয়েছে মানুষ। ছবিতে দেখা যাচ্ছে রাস্তায় শুয়ে ঘুমোচ্ছেন ২ পুলিশ কর্মী। সারাদিনের কর্তব্য পালনের পর ওইটুকুই বিশ্রাম তাঁদের, তাও পথেই।
ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অরুণাচলপ্রদেশের এক পুলিশকর্তা। শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষের উচ্ছ্বসিত প্রসংশা পেয়েছে ছবিটি।
আইপিএস মধুর ভার্মা লিখেছেন, আরামদায়ক বিছানা আর ৮ ঘণ্টা ঘুম কি বিলাসিতা ? হ্যাঁ, যদি আপনি পুলিশ হয়ে থাকেন!
তাঁর এই পোস্টে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজার। ৯১০০ জন পোস্টটি রিট্যুইট করেছেন।
প্রশংসা করে কেউ কেউ লিখেছেন, “ সত্যিকারের যোদ্ধাদের কুর্নিশ। সবসময় পুলিশদের সমর্থন করি, যাঁরা বড় মানুষ ও প্রকৃত যোদ্ধা।”
এরকম নানাবিধ কমেন্টে ভেসেছে মধুর ভার্মার ট্যুইটার হ্যান্ডেল।