নয়াদিল্লি: বন্যাবিধ্বস্ত কেরলে ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই চলে এসেছে ওনাম। কেরলবাসীর জাতীয় পরবে তাঁদের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করলেন, এই ওনাম গত কয়েকদিনের যাবতীয় প্রতিকূলতা, বাধাবিপত্তি জয় করার আরও শক্তি দিক, এই কামনাই করছি। সারা দেশ কেরলবাসীর এই বিপদের সময় তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদের সুখ, সমৃদ্ধির জন্য প্রার্থনা করছে বলেও ট্যুইটে লিখেছেন তিনি।



অস্বাভাবিক বর্ষণের জেরে গত এক শতাব্দীর সবচেয়ে বিধ্বংসী বন্যায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে, অসংখ্য মানুষ গৃহহীন, সর্বস্বান্ত হয়েছেন।
কেরলের মানুষকে ওনামের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী তাঁর ট্যুইটার হ্যান্ডলে লিখেছেন, মালয়ালি ভাই, বোনেদের খুশির ওনামের শুভেচ্ছা, অভিনন্দন। আমরা নিশ্চিত করে জানি, বিধ্বংসী বন্যার ক্ষয়ক্ষতি, যন্ত্রণা সামলে আপনারা পরের বছর বিরাট ফসল গোলায় তোলার জন্য তৈরি হবেন।