শ্রীনগর: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মতি জানানোর পর ৫ অগাস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঘোষণা করেন, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদ করা হচ্ছে এবং রাজ্যকে দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হচ্ছে। সেই ঘোষণা কার্যকর হচ্ছে আজ মধ্যরাতের পর থেকে। আগামীকাল জম্মু ও কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন গিরিশচন্দ্র মুর্মু। লাদাখের উপ রাজ্যপাল হিসেবে শপথগ্রহণ করবেন রাধাকৃষ্ণ মাথুর।


সূত্রের খবর, এই শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও রাজনীতিবিদ হাজির থাকবেন না। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতে থাকবেন। সর্দার বল্লভভাই পটেলের জন্মদিবস উপলক্ষে স্ট্যাচু অফ ইউনিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অমিত শাহ থাকবেন দিল্লিতে। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল প্রথমে লেহতে মাথুরকে শপথবাক্য পাঠ করানোর পর শ্রীনগরে গিয়ে মুর্মুকে শপথগ্রহণ করাবেন।

জম্মু ও কাশ্মীরে বিধানসভা থাকলেও, লাদাখে বিধানসভা থাকছে না। উপ রাজ্যপালের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি লাদাখ নিয়ন্ত্রণ করবে। জম্মু ও কাশ্মীরে দিল্লির মতোই প্রশাসন চলবে। প্রশাসনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন উপ রাজ্যপালরা। তাঁরাই সরকারি কর্মীদের বদলির আবেদনের বিষয়েও সিদ্ধান্ত নেবেন।