সাদা-গোলাপি ফুলের কাজে সাজানো কেকটির ওজন নয় নয় করে ১৫ কেজি। তিনজন পূর্ণবয়স্ক পুরুষ এটি সাবধানে বয়ে নিয়ে আসেন।
অনুষ্ঠানে ছিলেন ডিজে খুশি। তিনি জানিয়েছেন, মার্কিন নিক জোনাস যতটা না আমেরিকান, তার থেকে অনেক বেশি ভারতীয়। ডান্স ফ্লোরে খুশি হিপ হপ, আর অ্যান্ড বি যেমন বাজিয়েছেন, তেমনই চলেছে বলিউডের বন যা তু মেরি রানি, বম ডিগি ডিগি বম ও গাল্লাঁ গুড়িয়ার মত গান।