নিক-প্রিয়ঙ্কার এনগেজমেন্ট কেকের ওজন জানেন? ১৫ কেজি!
ABP Ananda, Web Desk | 21 Aug 2018 10:52 AM (IST)
মুম্বই: শনিবার নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বিরাট পার্টিও দেন তিনি। তাতে বলিউডি তারকারা যেমন ছিলেন, তেমনই ছিলেন দুই তরফের আত্মীয়স্বজনরা। এবার নিক-প্রিয়ঙ্কার এনগেজমেন্ট কেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাদা-গোলাপি ফুলের কাজে সাজানো কেকটির ওজন নয় নয় করে ১৫ কেজি। তিনজন পূর্ণবয়স্ক পুরুষ এটি সাবধানে বয়ে নিয়ে আসেন। অনুষ্ঠানে ছিলেন ডিজে খুশি। তিনি জানিয়েছেন, মার্কিন নিক জোনাস যতটা না আমেরিকান, তার থেকে অনেক বেশি ভারতীয়। ডান্স ফ্লোরে খুশি হিপ হপ, আর অ্যান্ড বি যেমন বাজিয়েছেন, তেমনই চলেছে বলিউডের বন যা তু মেরি রানি, বম ডিগি ডিগি বম ও গাল্লাঁ গুড়িয়ার মত গান।