চেন্নাই: গতকাল তামিলনাড়ুর তিরুপুরে এক জনসভায় ২০০৯ সালের লোকসভা নির্বাচনের সময় শিবগঙ্গা কেন্দ্রের ভোটগণনা ঘিরে জটিলতার কথা উল্লেখ করে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে ‘রিকাউন্টিং মিনিস্টার’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সেই কটাক্ষের জবাব ফিরিয়ে দিলেন চিদম্বরম। ট্যুইট করে তাঁর পাল্টা দাবি, ‘২০০৯ সালের নির্বাচনে শিবগঙ্গা কেন্দ্রে একবারই ভোটগণনা হয়েছিল। কোনও পুনর্গণনা হয়নি। রিটার্নিং অফিসারকে জিজ্ঞাসা করলেই সেটা জানা যাবে। উচ্চ পদে আসীন লোকজন কতবার মিথ্যা ছড়াতে পারেন?’



২০০৯ সালের লোকসভা নির্বাচনে শিবগঙ্গা থেকে মাত্র ৩,৩৫৪ ভোটে জেতেন চিদম্বরম। ফাইনাল রাউন্ডের ভোটগণনা নিয়ে বিতর্ক তৈরি হয়। ফল ঘোষণায় বিলম্ব হয়। শেষপর্যন্ত অবশ্য চিদম্বরমকেই জয়ী ঘোষণা করা হয়। এই বিষয়টি নিয়ে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারেও সরব হন মোদি। ফের সেই প্রসঙ্গে তুলেছেন তিনি।