আমদাবাদ: সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের বাতিল ৫০০ ও ১,০০০ টাকার নোট নিয়ে গুজরাতের নবসারি জেলা থেকে গ্রেফতার হলেন চার ব্যক্তি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল মধ্যরাতে মুম্বই থেকে একটি গাড়িতে ওই চার ব্যক্তি আসছিলেন। আমদাবাদ থেকে ২৮০ কিমি দূরে বিলিমোরা অঞ্চলে গাড়িটি আটকায় পুলিশ। উদ্ধার হয় বিপুল নোট। প্রাথমিক তদন্তে অনুমান, বাতিল হয়ে যাওয়া নোটগুলি কোনও এক ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিলেন ধৃতরা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জিতেন্দ্র পানিগ্রাহী, মহম্মদ মোমিন, ফকির মোটরওয়ালা ও আলতাফ শেখ। মোমিন মুম্বইয়ের বাসিন্দা। উদ্ধার হওয়া নোটগুলির মধ্যে ৪৩,৪০০টি ৫০০ টাকার, যার মূল্য ২.১৬ কোটি টাকা এবং ১,০০০ টাকার নোট ১৩,৪৩২টি, যার মূল্য ১.৩৪ কোটি টাকা। উদ্ধার হওয়া নোটগুলির মোট মূল্য ৩,৫০,৮২,০০০ টাকা।
গুজরাতে সাড়ে তিন কোটি টাকার বাতিল নোট সহ ধৃত ৪
Web Desk, ABP Ananda
Updated at:
11 Feb 2019 06:16 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -