বৃন্দাবন: ‘আমরা গো-মাতার দুধের ঋণ শোধ করতে পারি না। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিতে গরু অবিচ্ছেদ্য।’ আজ বৃন্দাবনে একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরও বলেছেন, গবাদি পশুদের স্বাস্থ্যের উন্নতির দিকে নজর দিচ্ছে সরকার। রাষ্ট্রীয় গোকুল মিশন চালু করা হয়েছে। এবারের বাজেটে রাষ্ট্রীয় কামধেনু আয়োগ চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।


অন্যদিকে, গ্রেটার নয়ডায় পেট্রোটেক ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘জ্বালানি তেলের দাম ঠিক করার ক্ষেত্রে আমাদের দায়িত্ববান হতে হবে। তেল উৎপাদনকারী ও গ্রাহক দু’ পক্ষেরই স্বার্থরক্ষা করতে হবে। তেল ও প্রাকৃতিক গ্যাসের বাজার স্বচ্ছ ও নমনীয় করতে হবে। একমাত্র তাহলেই সন্তোষজনকভাবে মানবতার স্বার্থে জ্বালানির চাহিদা মেটানো যাবে।’