আইএনএক্স মিডিয়ায় মামলায় গ্রেফতার হন চিদম্বরম। আজ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালতের নির্দেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে এবং তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। এছাড়া তাঁকে এই মামলার বিষয়ে কোনও মন্তব্য করতেও বারণ করেছে সুপ্রিম কোর্ট। চিদম্বরমকে জেল থেকে নিতে যান তাঁর ছেলে কার্তি। ছিলেন কংগ্রেস নেতা-কর্মীরাও।
১০৬ দিন আটকে রেখেও আমার বিরুদ্ধে একটিও চার্জ গঠন করতে পারেনি সরকার, ছাড়া পেয়ে তোপ চিদম্বরমের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 09:36 PM (IST)
আইএনএক্স মিডিয়ায় মামলায় গ্রেফতার হন চিদম্বরম।
NEXT
PREV
নয়াদিল্লি: ১০৬ দিন আটক থাকার পর তিহাড় জেল থেকে মুক্তি পেয়েই সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। তাঁর দাবি, ‘বিচারের আগেই ১০৬ দিন ধরে আটকে রেখেও আমার বিরুদ্ধে একটিও চার্জ গঠন করা হয়নি। আমি জেল থেকে মুক্তি পেয়ে খুশি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলব। এই মামলার বিষয়ে কোনও মন্তব্য করব না।’
আইএনএক্স মিডিয়ায় মামলায় গ্রেফতার হন চিদম্বরম। আজ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালতের নির্দেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে এবং তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। এছাড়া তাঁকে এই মামলার বিষয়ে কোনও মন্তব্য করতেও বারণ করেছে সুপ্রিম কোর্ট। চিদম্বরমকে জেল থেকে নিতে যান তাঁর ছেলে কার্তি। ছিলেন কংগ্রেস নেতা-কর্মীরাও।
আইএনএক্স মিডিয়ায় মামলায় গ্রেফতার হন চিদম্বরম। আজ তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে আদালতের নির্দেশ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাসপোর্ট জমা রাখতে হবে, তদন্তকারীদের জেরার মুখোমুখি হতে হবে এবং তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। এছাড়া তাঁকে এই মামলার বিষয়ে কোনও মন্তব্য করতেও বারণ করেছে সুপ্রিম কোর্ট। চিদম্বরমকে জেল থেকে নিতে যান তাঁর ছেলে কার্তি। ছিলেন কংগ্রেস নেতা-কর্মীরাও।
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -