দেখুন ভিডিও: বাড়ির বারান্দা থেকে ৩০ ফুট নিচে শিশু পড়ল রিক্সার আসনে, অল্পের জন্য রক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Oct 2019 03:34 PM (IST)
কথায় আছে, ‘রাখে হরি মারে কে’। মধ্যপ্রদেশের টিকমগড়ে এমনই একটা ঘটনা ঘটল। নিজের বাড়িতে খেলতে খেলতে বারান্দা থেকে ৩০ ফুট উঁচু থেকে পড়ে গেল তিন বছরের একটি শিশু। কিন্তু স্বস্তির খবর, কোনও চোটই লাগেনি ওই একরত্তির।
ভোপাল: কথায় আছে, ‘রাখে হরি মারে কে’। মধ্যপ্রদেশের টিকমগড়ে এমনই একটা ঘটনা ঘটল। নিজের বাড়িতে খেলতে খেলতে বারান্দা থেকে ৩০ ফুট উঁচু থেকে পড়ে গেল তিন বছরের একটি শিশু। কিন্তু স্বস্তির খবর, কোনও চোটই লাগেনি ওই একরত্তির। আসলে শিশুটি যখন বারান্দা থেকে নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই রাস্তা গিয়ে সেখানে চলে আসে একটি রিক্সা। শিশুটি পড়ে ওই রিক্সার বসার আসনে। সিসিটিভিতে ওই ঘটনা ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, শিশুটি এসে পড়ছে রিক্সার ওপর। চালক সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে শিশুটিকে নামানোর চেষ্টা করেন। ছুটে আসেন আশেপাশে লোকজনও। শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরীক্ষানিরীক্ষায় দেখা যায় যে, শিশুটির কোনও চোটই লাগেনি। সম্পূর্ণ সুস্থ সে। শিশুটির নাম পর্ব। তার বাবা আশিষ জৈন বলেছেন, গত শনিবার রাতে পর্ব তাঁদের বাড়ির দোতলার বারান্দার রেলিংয়ের পাশে খেলছিল। আচমকাই ভারসাম্য হারিয়ে ৩০ ফুট নিচে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত ঠিক ওই সময়ই নিচে রাস্তায় একটা সাইকেল রিক্সা যাচ্ছিল। পর্ব রিক্সার বসার আসনে গিয়ে পড়ে। এরফলে তার কোনও আঘাত লাগেনি। আশিষ জৈন জানিয়েছেন, মনোহর ভট্ট নামে একজন ওই রিক্সা চালাচ্ছিলেন। শিশুটিকে পড়তে দেখে তিনি সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে দেন। এরপর তাঁরা শিশুটিকে নিয়ে টিকমগড় জেলা হাসপাতালে যান। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিত্সকরা জানান, শিশুটি সম্পূর্ণ সুস্থ।