টুইটে তেজস্বী লিখেছিলেন, ৯৫ শতাংশ আরব মহিলা শেষ কয়েকশো বছরে অর্গাজম কী, জানেননি! প্রত্যেক মা সন্তানের জন্ম দিয়েছেন যৌনতার অংশ হিসেবে, ভালবাসা থেকে নয়। তিনি ট্যাগ করেন সাংবাদিক তারেক ফতাহকে।
২০১৫-র এই বিতর্কিত টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই শুরু হতে তেজস্বী তা ডিলিট করে দেন। অনেকে আবার দাবি করেন তাঁর সাংসদ পদ কেড়ে নিতে হবে, ক্ষমা চাইতে বাধ্য করতে হবে।
কুয়েতের আইনজীবী ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ডিরেক্টর মেজবেল আল সারিকা ওই টুইটের স্ক্রিনশট শেয়ার করেন, টুইটার কর্তৃপক্ষকে প্রশ্ন করেন, কী করে তেজস্বী সূর্যের টুইটার প্রোফাইল এখনও কার্যকর আছে? তিনি আরব জনতার অনুভূতি আহত করেছেন।
কুয়েতের জনৈক বুদ্ধিজীবী আবদুর রহমান নাসের আবার তাঁর টুইটে ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
এখন ঘটনা হল, ওই টুইট তেজস্বীর নিজের নয়, এক পত্রিকায় বার হওয়া তারেক ফতাহর একটি মন্তব্য কোট করেছিলেন তিনি। ২০১৫-র মার্চে প্রকাশিত সাক্ষাৎকারে ফতাহ ইসলামোফ্যাসিবাদ, জিহাদি সন্ত্রাসবাদ ও সৌদি আরব আন্তর্জাতিক নিরাপত্তার পক্ষে সব থেকে বড় বিপদ বলে অভিযোগ করেন। সেখানেই তিনি বলেন, ৯৫ শতাংশ আরব নারী শেষ কয়েকশো বছরে অর্গাজম অনুভব করেননি। মধ্য প্রাচ্যের গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, কয়েক হাজার বছর ধরে সেখানে মহিলাদের যৌনাঙ্গ কেটে ফেলা হচ্ছে। বিষয়টি তুলে ধরেন অর্থনীতিবিদ ও সাংবাদিক রূপা সুব্রহ্ম্যম।
তাতে একজন বলেন, ওই মন্তব্যে সহমত হয়েছিলেন তেজস্বী।