নিউইয়র্ক: মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪০,০০০। আক্রান্ত সাড়ে সাত লাখেরও বেশি মানুষ। আমেরিকার জনস হকিন্স বিশ্ববিদ্যালেয়ের 'সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং' বিভাগের সমীক্ষায় সামনে এল এই পরিসংখ্যান। লকডাউনে রদবদল করেও বিপদ এড়াতে পারল না ডোনাল্ড ট্রাম্প সরকার। প্রশ্নের মুখে লকডাউন শিথিল করার ভাবনাও।
করোনা সংক্রমণের নতুন ভরকেন্দ্র নিউইয়র্কে আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। শুধু সেখানেই করোনায় মৃতের সংখ্যা ১৪৪৫১। রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত আমেরিকায় মৃতের সংখ্যা ৪০৫৮৫। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৭৫৯,৫৬৯ জন।
স্বাস্থ্যসংকট রুখতে আরও বড় গন্ডিতে অ্যান্টিবডি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গভর্নর অ্যান্ড্রু কুওমো জানিয়েছেন, অ্যান্টিবডি পরীক্ষার মাধ্যমে করোনা আক্রান্তকে চিহ্নিত করা ও সত্বর ব্যবস্থা নেওয়া সহজ হবে।
আমেরিকার অন্যান্য প্রদেশেও লাফিয়ে বাড়ছে করোনায় প্রাণহানির সংখ্যা। নিউ জার্সিতে ৪,৩৬৪ জন, মিশিগানে ২,৩০৮ জন ও ম্যাসাচুসেটসে ১,৫৬০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই।
কেবল প্রাণহানি নয়, করোনাভাইরাসের জেরে বড়সড় অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছে আমেরিকা সহ গোটা বিশ্ব। যদিও লকডাউন তুলে ফের অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কৃষিক্ষেত্রে ক্ষতিপূরণের জন্য ১৯ বিলিয়ান ডলারের প্যাকেজ ঘোষণা করেছে ট্রাম্প সরকার। অতিমারীর প্রকোপে কৃষি ও কৃষিজাত পণ্য সরবরাহ যে বিশাল ক্ষতির মুখে পড়েছে তার জন্য ১৬ বিলিয়ান ডলার সরাসরি সাহায্যের কথা ঘোষণা করেছে আমেরিকার কৃষিদপ্তর।
মার্কিন মুলুকে করোনায় মৃত ৪০ হাজারেরও বেশি, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭.৫ লাখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Apr 2020 03:43 PM (IST)
মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৪০,০০০, আক্রান্ত সাড়ে সাত লাখেরও বেশি মানুষ। সম্প্রতি আমেরিকার জনস হকিন্স বিশ্ববিদ্যালেয়ের 'সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং' বিভাগের সমীক্ষায় সামনে এল এই পরিসংখ্যান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -