নয়াদিল্লি: করোনা আবহে আশার কথা শোনাল চিনের নামী ওষুধ প্রস্তুতকারক সংস্থা সিনোভ্যাক বায়োটেক। তারা জানাল, করোনা প্রতিষেধকের ট্রায়ালের প্রথম দুই পর্বে ইতিবাচক ফল মিলেছে। এবার তৃতীয় পর্বের পরীক্ষা শুরু করবে তারা।

রবিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতিমধ্যেই তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে দু’টিতেই ইতিবাচক ফল পাওয়া গিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, করোনাভ্যাক নামে তাদের এই টিকা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে। ক্লিনিক্যাল ট্রায়ালে এটি দুই সপ্তাহের মধ্যে শরীরে কার্যকর অ্যান্টিবডি তৈরিতে সমর্থ হয়েছে।

দুই ধাপের এই ট্রায়ালের সঙ্গে যুক্ত ছিলেন ৭৪৩ জন স্বেচ্ছাসেবী। এর মধ্যে প্রথম ধাপে ছিলেন ১৪৩ জন আর দ্বিতীয় ধাপে ৬০০ জন। তাদের সবার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে। এতে ৯০ ভাগ মানুষের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সিনোভ্যাক বলছে, ট্রায়ালে কার্যকারিতা প্রমাণিত হওয়ায় ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু করতে প্রস্তুত তারা। এখন শুধু কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে তারা। অনুমতি পেলে করোনা মোকাবিলায় বছরে ১০ কোটি ডোজ করোনাভ্যাক উৎপাদনের জন্য তাদের প্রস্তুতি রয়েছে।