তার বাবার দায়ের করা অভিযোগ অনুসারে, ইন্দরজিত্ নামে একজন গত ১৭ সেপ্টেম্বর ধর্মরাজের বন্ধুর বোনের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ ওঠার পর দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরদিন আরেক অভিযুক্ত গুরবিন্দর ধর্মরাজকে জানায়, ইন্দরজিত্ ক্ষমা চেয়ে নিয়ে মিটমাট করে নিতে আগ্রহী। সেদিন সন্ধ্যায় এলাকায় মীমাংসা বৈঠক ডাকা হয়। সেখানেই উত্তপ্ত বাক্যবিনিময়ের পর অভিযুক্তরা লাঠি, ইট নিয়ে চড়াও হয় ধর্মরাজের ওপর। ইটের আঘাতে জখম ধর্মরাজকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে পাতিয়ালার হাসপাতালে রেফার করা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা।
সাত অভিযুক্তের দুজনকে হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে বলে জানান লুধিয়ানার পুলিশ কমিশনার সুখচেইন সিংহ গিল। সাতজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে।